Wednesday, September 8, 2010

হিন্দু ধর্ম বলে ঈশ্বর একজন

বিপ্লবের নির্দেশনা দেখুনঃ ক্লিক করুন


হিন্দুরা যে গ্রন্থটি সবচেয়ে বেশি পড়ে তা হলো গীতা। তবে তাদের সবচেয়ে পবিত্র ধর্ম গ্রন্থ হচ্ছে বেদ। কোন বিষয় নিয়ে যাদি কোন মতভেদ তৈরি হয় তবে হিন্দুরা বেদ কে প্রাধান্য দেয়।

হিন্দুদের মধ্যে ঈশ্বর কত জন তা নিয়ে মত ভেদ আছে। কেউ বলে ৩, কেউ বলে ৩০ আবার কেউ বলে ৩৩ কোটি। আসুন দেখি হিন্দু ধর্মগুলো ঈশ্বরের সংখ্যা নিয়ে কি বলে :

ভগবত গীতাঃ
"সে তত্ত্বদর্শী মহাত্মা বা পরমাত্মাই সব কিছু" - এরূপ লোকে জানতে পারে না। কারন ভোগের কামনা দ্বারা তাদের মন অভিভূত হয়েছে। সেজন্য তারা স্বীয় প্রকৃতি অর্থাৎ জন্ম জন্মান্তরের অর্জিত সংস্কারের স্বভাবের দ্বারা প্রেরিত হয়ে "আমি পরমাত্মা" থেকে ভিন্ন অন্য দেবতাগনের এবং তাদের প্রচলিত নিয়ামের আশ্রয় নেয়। [Bhagavad Gita 7:20]
"Those whose intelligence has been stolen by material desires surrender unto demigods and follow the particular rules and regulations of worship according to their own natures." [Bhagavad Gita 7:20]

ঊপনিষাদঃ
1. "Ekam evadvitiyam"
"He is One only without a second."
"ঈশ্বর এক এবং অদ্বিতীয়।"
[Chandogya Upanishad 6:2:1]

২. "Na tasya pratima asti"
"There is no likeness of Him."
" তার (গড) কোন প্রতিমা বা ছবি নেই"
[Svetasvatara Upanishad 4:19]


বেদঃ
1. "na tasya pratima asti"
"There is no image of Him."
" তার (গড) কোন ছবি না প্রতিমা নেই"
[Yajurveda 32:3]

২. "Andhatama pravishanti ye asambhuti mupaste"
"They enter darkness, those who worship the natural
elements" (Air, Water, Fire, etc.). "They sink deeper
in darkness, those who worship sambhuti."
>>"যারা প্রাকৃতিক বস্তুর (Asambhûti's বাতাস, পানি, আগুন ইত্যাদি) পূজা করে তারা অন্ধকারে নিমজ্জিত হচ্ছে"
[Yajurveda 40:9]

The Brahma Sutra of Hinduism is:
"Ekam Brahm, dvitiya naste neh na naste kinchan"
"There is only one God, not the second; not at all, not at all, not in the least bit."
>> ঈশ্বর এক এবং একজন, দ্বিতীয় কেউ নেই, আদৌ নেই, নূন্যতমও কেউ নেই"

পরিষ্কার বুঝাই যাচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ মতে ঈশ্বর এক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বেশির ভাগ হিন্দু কেন প্রতিমা পূজা করে?? যা কিনা তাদের গ্রন্থ অনুসারে মহাপাপ।

Scientific Errors in Hindu Scriptures

A brief selection of a few points from the
Scientific Errors in Hindu Scriptures!

Many more points can be presented but I guess these few points will be enough to prove my point.

Hindus either have to prove these things presented in their sacred scriptures or accept that their sacred scriptures have severe scientific errors. Vedas, claimed by Hindus to be the most sacred scripture, allege that: Sun moves around the earth on a golden chariot with his 7 horses. Vedas also allege that The Bull has supported the sky. For more continue reading below.

1. Vedas say Earth is static!
According to Vedas, the earth is static and this statement is repeated
several times. The following are some of the examples:

Oh Man ! He who made the trembling earth static is Indra. (Rig Ved
2/12/12)

The God who made the earth stable (Yajur Ved 32/6)

Indra protects the wide earth which is immovable and has many forms (Atarv Ved 12/1/11)

Let us walk on the Wide and Static earth (Atharv Ved 12/1/17)



2. Vedas say Sun moves around the earth on a golden
chariot with his 7 horses :

As the Veds Claim that the earth is static and so they tried to prove that the
sun moves around the earth. The following statement from the rig Ved tries
to clarify it:

1. "Sun is full of light and knows all the human beings, so his horses take
him to sky to look at the world" (Rig Ved 1/50/1)

2. "O, Bright sun, a chariot named harit with seven horses takes you to sky"
(Rig Ved 1/50/8)

3. "O, man, the sun who is most attractive, takes round of the earth, on his
golden chariot through the sky and removes the darkness of the earth"
(Yajur Ved 33/43)



3. Vedas say The Bull has supported the Sky :

“The sky is supported by pillars.” Yajur Ved: 4: 30

“The Bull has supported the sky.” Yajur Ved: 14:5



4. Puranas say Earth is Flat
NARASINGA PURANA - Page 169 - Abithana Sinthamani - says that the earth is flat. Today it has been proved beyond doubt by the scientists that the earth is round.

5. Vishnu Purana - another astrological error
VISHNU PURANA says that sun is 800,000 miles and moon is 2,200,000 miles away from the earth respectively. Astronomy has now proved that the moon is nearer to the earth, i.e. 240,000 miles and that the sun is 93,000,000 miles away from the earth. 3

6. Markandeya Purana - gives completely wrong area
of the earth :
MARKANDEYA PURANA says that the earth has an area of 4,000,000,000 square miles. According to astronomy, it is only 190,700,000 square miles.

7. Vedas / Puranas recommend looking directly into
the sun with naked eye :
The Vedas and Puranas say that all Hindus must pray to the sun god SURYA, and that if you look at the sun daily every morning with your naked eyes, your sight will improve. Accordingly many Hindus practise this act of worship; but instead of their eyesight improving, India is the country that has the most blind people in the world (2.5 million blind people and 9 million with corneal blindness). There is no scientific truth in sun worship, and on the contrary the scientist and doctors advise everyone not to look at the sun directly with the naked eye. Who is telling us the truth, the Scientists or the Hindu scriptures? You be the judge!

8. Vedas say cow is holy and should be worshipped.
(Brahmins add that cow dung ash has medicinal
value) :
The Vedas say that the cow is holy and should be worshipped. These Brahmins also claim that cow dung ash has medicinal value. Samples sent to a leading test laboratory in West Germany have proved this to be untrue.

9. Mt. Meru 100,000 times higher than Mt. Everest
according to the Hindu Scriptures :
Arya texts of a comparatively late period ( 5 century AD ) still maintain a belief in the fictional Vedic Mt. Meru. It is supposed to be one hundred thousand times higher than Mt. Everest! Regarding this mountain, the Matsya Purana says, "It [Mt Meru] is golden and shining like fire. The colour of the eastern side is white like the colour of Brahmans, that of the northern side is red like the that of Kshatriyas, the southern is yellow like that of Vaishyas, the western is black like the colour of Sudras. It is 86000 yojana high, and 16000 of these lie in the earth. Each of the 4 sids has 34000 yojanas ... There are beautiful golden houses inhabited by spiritual beings, the Devas, by the singers the Gandharvas and their harlots the Apsaras. Also Asuas, Daityas and Rakshasas are living in it. " -- [ Matsya Pur. quoted in al-B. i.247 ]

In general, 1 yojana = 8 miles = 32000 yards and 1 kroh = 1/2 yojana [ al-B i.167 ]. Thus Mt. Meru would be 8x86,000 = 704,000 miles high. Mt. Everest, by comparison, is only 29,000 ft., or less than 6 miles, high. Hence Mt. Meru is 100,000 times higher than Mt. Everest !

The Kurma Purana has this to say on this topic,
" Earth, composed of seven continents, together with the oceans extends 500,000,000 yojanas across. Holy Jambudvipa lies in the middle of all the continents; in its center is said to be lofty Mt. Meru, bright as gold. Its height is 84,000 yojanas, and it extends 16,000 yojanas below the earth; its width at the top is 32,000 yojanas, and its diameter at the base is 16,000 yojanas." -- [ Kurma Purana, quoted in Classical, p. 52 ]

The impossibly high Mt. Meru is held to be the source of really existing rivers in India such as the Sita.

[ Al-Beruni ] = `Albleruni's India', tr. Sachau
[ Classical ] = `Classical Hindu Mythology : A Reader in the Sanskrit
Puranas', ed. & trans. Cornelia Dimmitt and J.A.B. Buitenen.

হিন্দু ধর্মগ্রন্থের বৈজ্ঞানিক ভুল

হিন্দু ধর্মগ্রন্থ গুলো হচ্ছে বেদ, গীতা, উপনিষাদ ইত্যাদি।

হিন্দু ধর্মগ্রন্থ গুলোতে যে সব বৈজ্ঞানিক ভুল পাওয়া যায় তার কিছু নিচে উল্লেখ করা হলোঃ

আমরা জানি বিজ্ঞান বলে যে পৃথিবী চলমান, এবং তা ৩৬৫ দিনে একবার সূর্যকে প্রদক্ষীন করে। কিন্তু বেদের বিভিন্ন জায়গায় পাওয়া যায় পৃথীবি স্থিরঃ

বেদ বলছে পৃথীবি স্থিরঃ
১। "Oh Man ! He who made the trembling earth static is Indra." (Rig Ved
2/12/12)
অর্থঃ দেব ইন্দ্র পৃথিবী কে স্থির রেখেছেন।

২। "The God who made the earth stable" (Yajur Ved 32/6)
অর্থঃ ঈশ্বর এই পৃথিবীকে স্থির রূপে তৈরি করেছেন।

৩। "Indra protects the wide earth which is immovable and has many forms "
(Atarv Ved 12/1/11)
অর্থঃ ইন্দ্রা এই বিশাল পৃথিবীকে স্থির রেখেছেন।

আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘুড়ছে। কিন্তু বেদ বলে সূর্য ঘোড়ার গাড়ির উপর রয়েছে ও এই ঘোড়ার গাড়িটি ৭টি ঘোড়া চালিয়ে নিয়ে যাচ্ছে এবং পৃথিবীর চারদিকে ঘুড়ছে।

১। "Sun is full of light and knows all the human beings, so his horses take
him to sky to look at the world" (Rig Ved 1/50/1)
অর্থঃ সূর্য আলোর আধার এবং সকল মানব সম্প্রদায় কে সে চেনে, তাই তার ঘোড়াগুলো তাকে বিশ্ব দেখানোর জন্য আকাশে নিয়ে গেছে।

২। "O, Bright sun, a chariot named harit with seven horses takes you to sky"
(Rig Ved 1/50/8)
অর্থঃ "হে, উজ্জ্বল সূর্য, হৃত নামক সাত ঘোরায় চালিত রথ তোমাকে আকাশে নিয়ে গেছে।"

৩। "O, man, the sun who is most attractive, takes round of the earth, on his
golden chariot through the sky and removes the darkness of the earth"
(Yajur Ved 33/43)
অর্থঃ হে মানব, আকর্ষনীয় সূর্য সোনার রথের উপর চড়ে পৃথিবীকে প্রদক্ষিন করছে এবং পৃথিবীর অন্ধকার দূর করছে।

বেদ বলছে আকাশের পিলার আছে এবং তা গরুর উপর রয়েছেঃ

১। “The Bull has supported the sky.” (Yajur Ved: 4: 30)
অর্থঃ গরু আকাশ কে ধারন করে আছে।

২। “Upon the back of bull (Aditi) I lay thee the sky's supporter” (Yajur Ved: 14:5 )
অর্থঃ গরু অদিতির পিঠের উপর আমি আকাশকে বসিয়ে দিয়েছি।

বাতাস ছাড়া কি প্রদীপ জ্বলতে পারে?
১। "A lamp kept in windless place does not shake.” (Bhagvad Gita: 6: 19)
অর্থঃ বায়ু বিহীন জায়গায় প্রদীপের আলো কাঁপে না।
>> বাতাস না থাকলে তো আলোই জ্বলার কথা না, কাঁপা তো দূরের কথা।

২। Arjun says to Krishna ,“The sun and moon are your eyes.” (Bhagvad Gita: 11: 19)
অর্থঃ "অর্জুন কৃষনা কে বল্ল, 'সূর্য এবং চাঁদ তোমার দুই চোখ"
>> আমরা জানি সূর্য এবং চাদ কারো চোখ নয়, সূর্য হচ্ছে নক্ষত্র এবং চাঁদ পৃথিবীর উপগ্রহ।

Brahma married his daughter:

"Wise, teaching, following the thought of Order, the sonless gained a grandson from his daughter. Fain, as a sire, to see his child prolific, he sped to meet her with an eager spirit."
(Rig ved 3:31:1)

ঈশ্বর কখনো মিথ্যা বা ভুল কথা বলতে পারেন না। সুতরাং বেদ এবং গীতা ঈশ্বরের বানী হতে পারে না।

বাইবেলের কিছু বৈজ্ঞানিক ভুল

বাইবেল বলেছে এই মহা বিশ্ব ছয় দিনে(২৪ ঘন্টার দিন হিসেবে) সৃষ্টি হয়েছে। আসুন দেখি এই ছয় দিনে গড কিভাবে, কি কি সৃষ্টি করলেন।

The Creation:
DAY 1 : In the beginning, God created the heavens and the earth. When the earth was unformed and desolate, with the surface of the ocean depths shrouded in darkness, and while the Spirit of God was hovering over the surface of the waters, God said, “Let there be light!” So there was light. God saw that the light was good. He separated the light from the darkness, calling the light “day,” and the darkness “night.” The twilight and dawn were day one.[Book of Genesis, ch:1; Vers:1-5]
>> স্টিফেন হকিং এর বিগ ব্যাং তত্ত্ব বলে পৃথীবি সূর্যের অংশ। কিন্তু এখানে বাইবেল বলছে সূর্য সৃষ্টির আগেই পৃথীবি সৃষ্টি হয়েছে এবং সম্পূর্ন পৃথিবী প্রথমে পানিতে নিমজ্জিত ছিল। এমন কি এখানে সুর্য ছাড়া দিন এবং রাত্রি সৃষ্টির কথা বলা হয়েছে। যা কিনা বৈজ্ঞানিকভাবে অসম্ভব। উতস (সূর্য) ছাড়া পৃথিবী তে আলো আসে কিভাবে??

DAY 2 : Then God said, “Let there be an expanse between the waters, separating water from water!” So God made the expanse, separating the water beneath the expanse from the water above it. And so it was. God called the expanse “sky.” The twilight and the dawn were the second day. [Book of Genesis, ch:1; Vers:6-8]
>> ২য় দিন পৃথিবীর পানিকে দুভাগ করে একভাগ পৃথিবীতে এবং অপর ভাগ আকাশে রাখলেন।

DAY 3: Then God said, “Let the water beneath the sky come together into one area, and let dry ground appear!” And so it was. God called the dry ground “land,” and he called the water that had come together “oceans.” And God saw how good it was. Then God said, “Let vegetation sprout all over the earth, including seed-bearing plants and fruit trees, each kind containing its own seed!” And so it was: Vegetation sprouted all over the earth, including seed-bearing plants and fruit trees, each kind containing its own seed. And God saw that it was good. The twilight and the dawn were the third day [Book of Genesis, ch:1; Vers:9-13]
>> ৩য় দিন সৃষ্টি হল স্থল ভাগ, মহাসাগর। এবং সারা পৃথিবীতে সকল প্রকার উদ্ভিদ ও গাছ পালাতে ফলমূলে ভরে উঠলো। অথচ তখনো সূর্য সৃষ্টি হয়নি, আর গাছপালা জন্মানোর জন্য সুর্যের আলো দরকার যা কিনা বৈজ্ঞানিকভাবে সত্য।

DAY 4: Then God said, “Let there be lights in the expanse of the sky to distinguish day from night, to act as signs for seasons, days, and years, to serve as lights in the expanse of the sky, and to shine on the earth!” And
so it was. God fashioned two great lights—the larger light to illumine the day and the smaller light to illumine the night—as well as the stars. God placed them in the
expanse of the sky to shine on the earth, to illumine both day and night, and to distinguish light from darkness. And God saw how good it was. The twilight and the dawn were the fourth day. [Book of Genesis, ch:1; Vers:14-19]
>> ৪র্থ দিন ঈশ্বর বছর, মাস ও দিন বুঝার জন্য তৈরি করলেন তারা। তারপর তৈরি করলেন সূর্য এনং চাদ নামক দুটি মহাজ্যোতি। সূর্য দিনের বেলা আকাশ কে এবং চাদ রাতের বেলা আকশকে আলোকিত রাখবে। এখানে সূর্য কে বলা হয়েছে বড় তারা এবং চাদ কে বলা হয়েছে ছোট তারা। অর্থাৎ বলা হচ্ছে চাদের নিজস্ব আলো আছে, যা কিনা বৈজ্ঞানিকভাবে অসত্য।

>> ৫ম দিন সৃষ্টি করলেন মাছ ও পাখি।
>> ৬ষ্ঠ দিন তৈরি করলেন ডাঙ্গার প্রানি এবং মানুষ।
এভাবে বাইবেলের বর্ননা অনুসারে ঈশ্বর ৬ দিনে মহাবিশ্ব সৃষ্টি করেন। যেখানে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ন অবৈজ্ঞানিক।

অরো অন্যান্য ভুল নিচে দেয়া হলঃ

১। মহাকাশ কি পিলারের ঊপর দাঁড়িয়ে আছে??
"The pillars of the heavens tremble"
"ভূগর্ভস্থ থামগুলি যা আকাশকে ধারন করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে।"[ Book of Job: 26:11]
কিন্তু বিজ্ঞান বলে, মহাকাশের কোন পিলার নেই মহাকাশ শূন্যে ভাসমান।

২। পৃথিবী ধ্বংস হবে কি হবে না??
"Heaven & Earth will come to an end, but you will remain forever."
"মহাবিশ্ব এবং পৃথিবী ধ্বংস হবে, কিন্তু তোমরা (মানুষ) চিরকাল থাকবে।"
[Book of Hebrew: 1:11]

"A generation goes, a generation comes, but the earth remains forever."
"যুগ যাবে যুগ আসবে, কিন্তু পৃথিবী চিরকাল থাকবে।"
[ Book of Ecclesiastes: 1:4]
> এখন প্রশ্ন হচ্ছে পৃথিবী কি চীরকাল থাকবে নাকি একদিন ধ্বংস হবে?? কোনটি কে সত্য বলে মেনে নিব??
বিজ্ঞান বলে, পৃথিবী এক দিন ধ্বংস হবে।

৩। পৃথিবী পিলারের ঊপর দাঁড়িয়ে??
"Indeed the pillars of the earth belong to the LORD"
"পৃথিবীর থামগুলো ঈশ্বরের অধীনে"
[First Book of Samuel: 2:8]
>> বিজ্ঞান বলে, পৃথিবী শূন্যে ভাসে আছে, এর কোন পিলার নেই।

আরো শত শত ভুল আছে এখানে মাত্র কয়েকটি উপস্থাপন করা হয়েছে।
পরবর্তিতে আরো দেয়া হবে।


সুতরাং বাইবেল যে ঈশ্বরের কথা নয়, তা প্রমানিত। কারন ঈশ্বর ভুল তথ্য বা মিথ্যা কথা বলতে পারেন না।